Homeঅর্থনীতিপটুয়াখালীতে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত


কর্মসংস্থান ব্যাংকের বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর আঞ্চলিক ও শাখা ব্যবস্থাপক এবং মাঠকর্মীদের অংশগ্রহণে ‘ব্যবসায়িক উন্নয়ন সভা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২ মে) পটুয়াখালীতে এ সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান, ঋণ আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মুহ. আকতার হোসেন প্রধান এবং শৃঙ্খলা ও আপিল বিভাগের উপমহাব্যবস্থাপক এ কে এম কামরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম খান।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে ঋণ বিতরণ, ঋণ আদায়, খেলাপি ঋণ আদায়, শ্রেণিকৃত ঋণ আদায়সহ আদায়যোগ্য ঋণের বিপরীতে আদায়ের হার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া তিনি নতুন নতুন বৈচিত্র্যময় খাতে ঋণ বিতরণের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টির জন্য পরামর্শ দেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত