Homeখেলাধুলাএবার ভারতের স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি

এবার ভারতের স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি


আইপিএল ২০২৫-এর উত্তেজনা থমকে দাঁড়িয়েছে আগেই। এবার এলো আরও এক ভয়াবহ হুমকির। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বোমা হামলার হুমকি দিয়ে এক গোপন ইমেল আসে শুক্রবার সকালে, যা সঙ্গে সঙ্গে আলোড়ন তোলে ক্রিকেটমহলে।

এই স্টেডিয়ামেই ১১ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটানসের ম্যাচ। তবে তার আগেই আতঙ্ক ছড়ায় ‘আমরা তোমার স্টেডিয়াম উড়িয়ে দেব’ শীর্ষক একটি ইমেল, যা পাঠানো হয় দিল্লি অ্যান্ড ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) ঠিকানায়।

ডিডিসিএ-র এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে টাইমস অব ইন্ডিয়াকে জানান, ‘হ্যাঁ, আজ সকালে আমরা একটি হুমকি ইমেল পেয়েছি। ইতিমধ্যে দিল্লি পুলিশকে জানানো হয়েছে এবং তারা স্টেডিয়াম পরিদর্শনও করেছে।‘

ইমেলটিতে আরও দাবি করা হয়, ভারতের বিভিন্ন প্রান্তে পাকিস্তান অনুগত স্লিপার সেল সক্রিয় রয়েছে এবং ‘অপারেশন সিঁদুর’ নামক একটি ভারতের এক অপারেশনের প্রতিশোধ স্বরূপ তারা হামলা চালাবে।

এই হুমকির প্রেক্ষিতে না হলেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) শুক্রবার দুপুরে এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইপিএলের বাকি অংশ এক সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করে।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার জবাবে ভারতের সামরিক পদক্ষেপের পর থেকেই সারা দেশে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলাকালীন এয়ার রেইড অ্যালার্ম বাজায় খেলা সাময়িক বন্ধও হয়।

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেন, ‘জাতীয় স্বার্থ সব কিছুর ঊর্ধ্বে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখা হবে। আগামী দিনে পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করেই নতুন সূচি প্রকাশ করা হবে।’

১৬টি ম্যাচ এখনও বাকি রয়েছে এবারের আইপিএলে। তবে এই মুহূর্তে সেগুলোর ভবিষ্যৎ নির্ভর করছে জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা রিপোর্টের উপর। বিসিসিআই জানিয়েছে, তারা দেশের সেনাবাহিনীর পাশে আছে এবং দেশের অখণ্ডতার প্রশ্নে কোনও আপস করবে না।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত