Homeখেলাধুলামায়ামিতে থাকার ব্যাপারে জানেন না মেসি

মায়ামিতে থাকার ব্যাপারে জানেন না মেসি


ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসির সময়টা কি শেষের পথে? অরল্যান্ডো সিটির কাছে বিধ্বংসী ৩-০ হারের পর, যখন সাংবাদিকরা তার চুক্তি নবায়ন নিয়ে জানতে চাইলেন, মেসি দিলেন এক জটিল উত্তর—‘আমি কিছুই জানি না।’

এই এক বাক্যের জবাবে শুধু মায়ামি নয়, গোটা ফুটবল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে অনিশ্চয়তার সুর।

২০২৩ সালের জুলাইয়ে ফ্রান্সের পিএসজি ছাড়ার পর যুক্তরাষ্ট্রে পা রাখেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। চুক্তি অনুযায়ী, ইন্টার মায়ামির সঙ্গে তার বর্তমান মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বর। তবে চলতি মৌসুমেই ক্লাবের ছন্দপতন আর সাম্প্রতিক ফর্মহীনতা নিয়ে অনিশ্চয়তা ঘনিয়েছে।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে মায়ামি কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো বলেন, ‘জর্দি আলবার সঙ্গে নতুন চুক্তি করে আমরা স্থায়িত্বের বার্তা দিয়েছি। লিওর বিষয়েও আশা করছি কয়েক সপ্তাহের মধ্যে ভালো কিছু শুনব। কারণ সে শুধু ক্লাবের নয়, এমএলএস-এরও গুরুত্বপূর্ণ সম্পদ।’

মাত্র ৫৫ ম্যাচেই ইন্টার মায়ামির সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠেছেন মেসি। তার নামের পাশে ৪৪ গোল ও ২১ অ্যাসিস্ট। এর সঙ্গে যোগ হয়েছে ২০২৩ সালের লিগস কাপ ও ২০২৪ সালের সাপোর্টারস শিল্ড, ক্লাবের ইতিহাসে প্রথম দুটি শিরোপা।

চুক্তি নিয়ে প্রশ্নের পাশাপাশি রেফারির এক সিদ্ধান্ত নিয়েও তীব্র ক্ষোভ ঝেড়েছেন মেসি। ম্যাচে একটি বিতর্কিত ব্যাক পাস থেকে গোল হয়, যা নিয়ে তিনি বলেন— ‘একটা অদ্ভুত ঘটনা ছিল। ওদের খেলোয়াড় ব্যাক পাস করল, কিন্তু রেফারি বলল, সে নিয়ম জানে না! এভাবেই গোলটা হলো। এটা কোনো অজুহাত নয়, কিন্তু রেফারিদের নিয়ে এমএলএস-এর একটু ভেবে দেখা উচিত।’

শেষ ৭ ম্যাচে ৫টি হার, মাত্র ২টি জয়—তার ওপর ২০টি গোল হজম! এমন ফর্মে দল যখন ধুঁকছে, তখন দলের সবচেয়ে বড় তারকার ভবিষ্যৎ নিয়ে এই ধোঁয়াশা নতুন করে চাপে ফেলবে ক্লাবকেই।

মেসি চুপ থাকলে যতই হোক না কেন তার একেকটা শব্দ হয়ে ওঠে শিরোনাম। ‘আমি কিছুই জানি না’—এই তিন শব্দই এখন কোটি ভক্তের মনে হাজার প্রশ্ন জাগিয়ে দিয়েছে। ইন্টার মায়ামির অধ্যায় কি তাহলে এক মৌসুমেই শেষ?

জবাব হয়তো কিছুদিন পর মিলবে, কিন্তু আপাতত অপেক্ষাই একমাত্র পথ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত