Homeখেলাধুলামেসি-সুয়ারেজ ঝলকে চার ম্যাচ পর জয়ের দেখা পেল মায়ামি

মেসি-সুয়ারেজ ঝলকে চার ম্যাচ পর জয়ের দেখা পেল মায়ামি


শেষমেশ অপেক্ষার অবসান। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের যুগলবন্দি জাদুতে অবশেষে জয়ের মুখ দেখল ইন্টার মায়ামি। শনিবার নিউইয়র্ক রেড বুলসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে তিন ম্যাচের হার-খরা কাটাল তারা। হার্ডল ছুঁড়ে দিলো চ্যাম্পিয়ন্স কাপ ব্যর্থতার হতাশাও।

খেলা শুরু হতেই স্পষ্ট ছিল—এই ম্যাচে মায়ামি কিছুতেই হার মানতে আসেনি। ম্যাচের ৪র্থ মিনিটেই লুইস সুয়ারেজের পাস থেকে দারুণ এক ফিনিশে গোলের খাতা খোলেন ফাফা পিকল্ট। তারপর গোলের মিছিল যেন থামতেই চায়নি। ৩০ মিনিটে রাইট-ব্যাক মার্সেলো ওয়েইগান্টের গোল এবং তার কিছুক্ষণ পরেই সুয়ারেজের নিজে এক গোল করে ব্যবধান ৩-০ করে ফেলেন।

প্রথমার্ধের শেষদিকে অবশ্য নিউইয়র্ক কিছুটা ঘুরে দাঁড়ায়। বায়ার্ন মিউনিখের সাবেক তারকা এরিক ম্যাক্সিম চুপো-মোটিং একটি গোল শোধ করেন। তবে এটুকুই—বাকি ম্যাচে তারা আর কোনো ছন্দ খুঁজে পায়নি।

দ্বিতীয়ার্ধে ম্যাচ শেষ করে দেন মেসি নিজেই। দীর্ঘ চার ম্যাচ পর গোল পেলেন আর্জেন্টাইন জাদুকর। ৬৭ মিনিটে একক নৈপুণ্যে গোল করে স্কোরলাইন দাঁড় করান ৪-১, যা হয়ে দাঁড়ায় ম্যাচের চূড়ান্ত ফলাফল।

তেমন উজ্জ্বল না হলেও মেসির গোল মায়ামিকে এনে দিল বহু প্রতীক্ষিত তিন পয়েন্ট। এখন ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে চতুর্থ স্থানে উঠে এসেছে তারা। ভ্যাঙ্কুভারের কাছে চ্যাম্পিয়ন্স কাপ থেকে ছিটকে যাওয়ার পর এমন একটি জয় দলকে যে নতুন করে প্রাণচাঞ্চল্য এনে দেবে, তা বলাই বাহুল্য।

এই ম্যাচে মায়ামির ফুটবলে ছিল গতি, আক্রমণ, এবং সবচেয়ে বড় কথা—লক্ষ্য ছিল স্পষ্ট। মেসি ও সুয়ারেজ বুঝিয়ে দিলেন যখন দলকে টানার প্রয়োজন হয়, তারা এখনো কতটা কার্যকর।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত