Homeখেলাধুলালাহোরের একাদশ থেকে বাদ পড়লেন রিশাদ

লাহোরের একাদশ থেকে বাদ পড়লেন রিশাদ


পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শনিবার (২৬ এপ্রিল) মুলতান সুলতানসের বিপক্ষে মাঠে নেমেছে লাহোর কালান্দার্স। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলটি। তবে এ ম্যাচে লাহোরের একাদশে এসেছে একটি পরিবর্তন—দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তার জায়গায় একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন ইংলিশ অলরাউন্ডার টম কারান।

গত ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে বল হাতে তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি রিশাদ। দুই ওভার বল করে ১৮ রান খরচ করলেও উইকেট শূন্য ছিলেন তিনি। ব্যাট হাতে করেছিলেন ১৩ রান। যদিও এর আগে টুর্নামেন্টের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে পরপর তিনটি করে উইকেট শিকার করে নজর কাড়েন এই তরুণ স্পিনার।

শুরুতে একাদশে জায়গা না পেলেও, সুযোগ পেয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রিশাদ। তবে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় এই গুরুত্বপূর্ণ ম্যাচে তার জায়গায় টম কারানকে মাঠে নামিয়েছে লাহোর। একাদশে আর কোনো পরিবর্তন আসেনি।

এ পর্যন্ত পিএসএলে পাঁচটি ম্যাচ খেলেছে লাহোর কালান্দার্স। দুই জয় ও তিন হারে পয়েন্ট তালিকায় তারা অবস্থান করছে তৃতীয় স্থানে।

আজকের লাহোর কালান্দার্স একাদশ:

ফখর জামান, মোহাম্মদ নাঈম, আব্দুল্লাহ শফিক, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস, সিকান্দার রাজা, আসিফ আলী, টম কারান, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আসিফ আফ্রিদি, হারিস রউফ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত