বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এম এ লতিফ শাহরিয়ার জাহেদী সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) এর বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন।
গত ২৫ এপ্রিল ২০২৫, সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় কাভা প্রেসিডেন্ট মোহাম্মদ লতিফ আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র হস্তান্তর করেন।
নিয়োগপত্র প্রদানকালে মোহাম্মদ লতিফ আশা প্রকাশ করেন, এম এ লতিফ শাহরিয়ার জাহেদী তার অভিজ্ঞতা, নিষ্ঠা ও নেতৃত্বের মাধ্যমে মধ্য এশিয়ায় ভলিবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার সক্রিয় অবদানে অঞ্চলটির ভলিবল ফেডারেশনগুলো আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) মধ্য ও দক্ষিণ এশিয়ার ১৪টি জাতীয় ফেডারেশন নিয়ে গঠিত এবং ইনডোর, সৈকত ও গ্রাস ভলিবল পরিচালনা করে। সংগঠনটি নিয়মিতভাবে পুরুষ ও মহিলা বিভাগে জোনাল চ্যাম্পিয়নশিপসহ বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করে।