ভারতে সদ্য পাস হওয়া বিতর্কিত ওয়াকফ আইন ঘিরে মুসলিমদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। ওই আইনের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদে গুলি চালিয়ে মুসলমানদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও সংগঠনটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
রবিবার (১৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ভারতে মুসলিমদের ওপর নিপীড়নের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান।
ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে ফেসবুক পোস্টে সাদিক কায়েম লিখেছেন,“মুসলিমদের বাপ-দাদার ওয়াকফ সম্পত্তি দখল করা হবে, আর তাতে প্রতিবাদ করলেও গুলি চালিয়ে হত্যা করা হবে,এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা যখন গাজায় মার্চ করছিলাম, ঠিক তখনই ভারত তিনজন মুসলিম ভাইকে হত্যা করছিল। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত স্পষ্ট,এমনটা আর চলতে দেওয়া হবেনা। ভারতে মুসলিম ভাই-বোনদের জীবন নেওয়া হলে তার উপযুক্ত প্রতিফল ভোগ করতেই হবে।”
বাংলাদেশ সরকারকে কঠোর পদক্ষেপের আহ্বানজানিয়ে তিনি বলেন,“বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো,ভারতে মুসলমানদের হত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান নিন। রাষ্ট্রীয়ভাবে শক্ত প্রতিবাদ জানান, আন্তর্জাতিক মহলেও এই নিপীড়নের বিষয়টি তুলে ধরুন।”
সাদিক কায়েমের এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ওয়াকফ আইনের নামে মুসলিমদের ঐতিহ্যগত সম্পত্তি ও অধিকারকে খর্ব করার অভিযোগ নিয়ে ভারতজুড়ে বিতর্ক তুঙ্গে। এর মধ্যেই প্রতিবাদে গুলি চালিয়ে প্রাণহানির অভিযোগ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
প্রসঙ্গত, ওয়াকফ আইনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের শতাব্দী প্রাচীন সম্পত্তি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ উঠেছে ভারতের বিজেপি সরকারের বিরুদ্ধে। এই আইন মুসলিমদের ধর্মীয় ও ঐতিহ্যগত অধিকারে হস্তক্ষেপ হিসেবে দেখছেন অনেকে।