Homeজাতীয়পাকিস্তানের ‘বুনিয়ান মারসুস’ অভিযানে সংবাদ সম্মেলন বাতিল করল ভারতীয় সেনাবাহিনী

পাকিস্তানের ‘বুনিয়ান মারসুস’ অভিযানে সংবাদ সম্মেলন বাতিল করল ভারতীয় সেনাবাহিনী


পাকিস্তানের প্রতিরোধমূলক সামরিক অভিযান ‘বুনিয়ান মারসুস’-এর অংশ হিসেবে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় একাধিক হামলা চালানোর খবর প্রকাশ্যে আসার পরপরই সংবাদ সম্মেলন বাতিল করেছে ভারতীয় সেনাবাহিনী।

পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির বরাতে জানানো হয়েছে, শনিবার ভোররাতে পাকিস্তান অন্তত তিনটি ‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্র ভারতের লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করেছে। হামলার পরপরই ভারতীয় সামরিক বাহিনীর সদস্যদের একটি অংশ আশ্রয়কেন্দ্রে চলে গেছে বলে দাবি করা হয়েছে।

এই পরিস্থিতিতে নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করে ভারতীয় সেনাবাহিনী।

পাকিস্তানের সামরিক বাহিনী শুক্রবার রাতে ‘বুনিয়ান মারসুস’ নামে অপারেশন শুরুর ঘোষণা দেয়। এই অভিযানের আওতায় ভারতের উধমপুর ও পাঠানকোটের বিমানঘাঁটি এবং পাঞ্জাব প্রদেশের বেয়াস এলাকায় একটি ব্রাহমোস ক্ষেপণাস্ত্রের গুদামে হামলার দাবি করেছে পাকিস্তান।

কাশ্মীর ইস্যু ঘিরে সাম্প্রতিক উত্তেজনা যুদ্ধে রূপ নিচ্ছে কিনা, তা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলে উদ্বেগ বাড়ছে। যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হওয়ার আশঙ্কায় দুই দেশের সাধারণ মানুষের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে।

এসএফ 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত