Homeজাতীয়সপ্তাহব্যাপী চলমান সদরপুরে অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ অভিযান

সপ্তাহব্যাপী চলমান সদরপুরে অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ অভিযান


ফরিদপুরের সদরপুর উপজেলা সদরের সরকারি জায়গায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের পর এবার সদরপুর বাজারের মধ্যে থাকা খাস জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সপ্তাহব্যাপী চলছে উপজেলা প্রশাসনের এ উচ্ছেদ কার্যক্রম।

প্রায় ৩০ বছর ধরে সদরপুর বাজারের বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় প্রভাবশালীরা সরকারি খাস জমি দখল করে পাকা স্থাপনা ও দোকানঘর নির্মাণ করে ভাড়া বাণিজ্য করে আসছিলেন।

সরেজমিনে দেখা যায়, প্রভাবশালীরা তাদের স্থাপনার সামনে সরকারি রাস্তায় ছোট ছোট পরিসরের দোকান বসিয়ে মাসিক ভাড়া (মাসোয়ারা) আদায় করতেন। এতে বাজারে আসা স্থানীয় কৃষকরা কৃষিপণ্য বিক্রিতে চরম বিপাকে পড়তেন। দোকানের সামনে বসতেও গুনতে হতো বাড়তি খাজনা।

একাধিক ব্যবসায়ী জানান, বাজারের চলাচলের রাস্তাজুড়ে ছোট ছোট দোকান থাকতো, যার কারণে আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারত না। আগেও অগ্নিকাণ্ডে শতাধিক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

গত ২০ এপ্রিল (রবিবার) দুপুর ২টা থেকে স্থানীয় প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করে। সপ্তাহব্যাপী অভিযানে কয়েক বিঘা সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। ৪৩নং সতররশি মৌজার ১নং খতিয়ানের ১৪৮ দাগে ৪৬ শতাংশ জমি দখলমুক্ত করে সেখানে অস্থায়ী সবজি বাজার ঘোষণা করা হয়।

এছাড়া, উপজেলা সদরের স্টেডিয়াম সংলগ্ন প্রায় ১০ শতাংশ জায়গায় গড়ে ওঠা স্থাপনাও ভেঙে ফেলা হয়েছে। দীর্ঘ ৩৫ বছর ধরে গুটিকয়েক দোকানির দখলে থাকা শেড ঘর ভেঙে সেখানে দুধ, ফলমূল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বাজার চালু করা হয়েছে। সদরপুর বাজারের দুধবাজার নামে পরিচিত এলাকাতেও প্রায় ৫ শতাংশ জমি দখলমুক্ত করা হয়েছে বলে জানান উপজেলা ভূমি সার্ভেয়ার মো. ফয়সাল আমিন।

অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, “সরকারি জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে ব্যবসা করা হচ্ছিল। নোটিশ দিয়েও তারা সাড়া দেয়নি, তাই বাধ্য হয়ে ৫টি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। বাজারের একটি শেড ঘরও দখলমুক্ত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “উদ্ধার হওয়া জায়গায় অস্থায়ীভাবে সবজি বাজার চালু করা হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।”

সরকারি জায়গা উদ্ধার করে সেখানে সবজি বাজার ঘোষণা করায় স্থানীয় ব্যবসায়ীরা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত