পদ্মার এপারে ২১ জেলায় জাতীয় গ্রিড ফেইল করেছে। গ্রিড ফেইলরের কারণে এই ২১ জেলায় বিকেল ৫টা ৪৯ মিনিট থেকে ৬টা ৫২ মিনিট পর্যন্ত বিদ্যুৎ ছিল না বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ।
ওজোপাডিকো, নির্বাহী প্রকৌশলী মনজুল কুমার স্বর্ণকার জানান, গ্রিড ফেইল হওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে।
বরিশাল পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান পলাশ বলেন, ‘বরিশাল বিভাগের বাইরে গ্রিড ফেইলর… বিস্তারিত