Homeদেশের গণমাধ্যমেঅবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, পঞ্চগড়

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, পঞ্চগড়


পঞ্চগড়: অবৈধভাবে পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।

এর আগে রাত সাড়ে ৯টায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির আওতাধীন গোয়ালপাড়া সীমান্ত থেকে ছয়   বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন- দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ডাবরী জিনেস্বরী গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে গণেশ রায় (৪৩), গণেশ রায়ের স্ত্রী ববিতা রায় (৩৬) ও ছেলে দৃশ্য রায় (১০), মাহানপুর গ্রামের ভুট্ট রায়ের ছেলে দেবেন্দ্র রায় (২২), জতমুকুন্দুপর গ্রামের ফনি রায়ের ছেলে জয়ন্ত রায় (১৯) এবং মাহানপুর গ্রামের রাজেন্দ্রনাথ রায়ের ছেলে রিপন রায় (১৯)।  

জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতে যাওয়ার জন্য দিনাজপুর জেলার একটি দালাল চক্রকে নগদ এক লাখ টাকা দিয়ে তারা সীমান্তবর্তী এলাকায় এসেছেন। এ ঘটনায় দালালদের আটক করার চেষ্টা চলছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সীমান্তে অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনতে তৎপর রয়েছে। পঞ্চগড় জেলা সদরের হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া এলাকার সীমান্ত পিলার ৭৪৯/২০-এস হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া নামক স্থান দিয়ে রাত সাড়ে ৯টার দিকে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন কয়েকজন। খবর পেয়ে বিজিবি সেখানে অভিযান চালিয়ে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করে। তাদের নামে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বাংলানিউজকে বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত