মাত্র ৫৬ বছরের জীবনে আইয়ুব বাচ্চু গিটারের মূর্ছনা ও গানে গানে মাতিয়েছেন ভক্ত–শ্রোতাদের। নব্বই দশকের গানের জগতে বিচরণ শুরু করে মৃত্যুর আগপর্যন্ত একটানা গান করে গেছেন তিনি। ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ যখন মঞ্চে গাওয়া হয়, পুরো গানটি আইয়ুব বাচ্চুকে একা গাইতে খুব একটা কেউ দেখেছেন বলে মনে হয় না। একটা গান যে কালজয়ী হতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত এই গান। শত বছর পরও হয়তো গানটি এমনই থাকবে শ্রোতাদের অন্তরে। শুধু ‘সেই তুমি’ নয়, ‘রূপালি গিটার’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘ফেরারি মন’, ‘এখন অনেক রাত’, ‘হকার’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’, ‘বাংলাদেশ’, ‘তারা ভরা রাতে’, ‘মেয়ে’, ‘এক আকাশের তারা’, ‘ওই দূর আকাশের তারা রে’সহ তাঁর আরও অসংখ্য গানের ইতিহাস একই।