বঙ্গোপসাগরে আগামী মঙ্গলবারের মধ্যে লঘুচাপ তৈরি হতে পারে। আজ শনিবার থেকে আগামী পাঁচ দিনই বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ দেশের আট বিভাগেই কম-বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী দুদিন আবহাওয়া শুষ্ক থাকবে। এ ছাড়া দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে।