Homeদেশের গণমাধ্যমেআর্তমানবতার সেবায় দৃষ্টান্ত রাখার আহ্বান জোবাইদা রহমানের

আর্তমানবতার সেবায় দৃষ্টান্ত রাখার আহ্বান জোবাইদা রহমানের


জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ওভারসিজ কমিটির প্রধান উপদেষ্টা ডা. জোবাইদা রহমান আর্তমানবতার সেবায় ভবিষ্যতে আরও অভিনব দৃষ্টান্ত রাখার জন্য জেডআরএফ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (রজতজয়ন্তী) উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফাউন্ডেশনের সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

ডা. জোবাইদা রহমান বলেন, বিগত ২৫ বছর ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই জেডআরএফ অসংখ্য জনহিতকর প্রকল্প সার্থকভাবে সফল করেছে। কখনো করোনা (কোভিড-১৯) রোগীদের সেবায় অক্সিজেন পৌঁছে দিতে, আবার কখনো প্রবল বন্যায় হতাশাগ্রস্ত অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবায় সদা-তৎপর এই সংগঠনের সদস্যরা, যা সত্যিই অভাবনীয়।

তিনি জেডআরএফের রজতজয়ন্তী সফল ও সার্থক করার জন্য উদযাপন কমিটির সব সদস্যকে ধন্যবাদ জানান।

কেএইচ/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত