আসিফ ইসলাম বললেন, ‘ভালোবাসার গল্প। এই ধারার ছবি আগে আমি বানাইনি। অনেক আগে গল্পটা লিখেছিলাম কিন্তু বানানো হয়নি। ভালোর জন্যই হয়তো হয়নি। রেখে দিয়েছিলাম। গল্পটার মূল জায়গাটা হচ্ছে এর বলার ধরন। ভালোবাসার গল্প আমরা অনেকেই দেখি, এটার ক্ষেত্রে একই গল্প দুই প্রেক্ষাপটে বলার চেষ্টা করব।’ আসিফ জানালেন, যাত্রী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মাধ্যমে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চান। পুরো ছবির শুটিং ঢাকায় হবে। এই শীতের মৌসুমে কাজটা করব। কারণ, গল্পে শীতের মৌসুমটা দরকার।’