Homeদেশের গণমাধ্যমেইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা অত্যন্ত উদ্বেগজনক : ফারুকী

ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা অত্যন্ত উদ্বেগজনক : ফারুকী


ইরেশ যাকেরকে মামলা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সোমবার (২৮ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘এখন নিজে সরকারের অংশ, অ্যাক্টিভিস্ট নই, যে কারণে কথা কম বলে কাজ বেশি করতে হবে। ইরেশ যাকেরকে ব্যক্তিগতভাবে চিনি। জানি, তিনি জুলাইয়ের আন্দোলনেও জড়িত ছিলেন। ফলে তার বিরুদ্ধে এই মামলা অত্যন্ত উদ্বেগজনক।’

সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, ‘মামলা করেছেন একজন ব্যক্তি। এটি রাষ্ট্রপক্ষ কিংবা সরকারের দেওয়া মামলা না। এখন মামলা করার স্বাধীনতা পেয়েছি সবাই। কেউ কেউ এটার অপব্যবহার করছেন। আমি বিশ্বাস করি, পুলিশ এটির সঠিক তদন্ত করে, যেটি সত্য সেটির পক্ষে থাকবে। আর যেটি মিথ্যা সেটি বাতিল করে দেবে।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।‎ গত ২০ এপ্রিল শ্রাবণের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার আবেদন করেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত