Homeদেশের গণমাধ্যমেএকই দিনে মুক্তি পাচ্ছে বাংলাদেশেও

একই দিনে মুক্তি পাচ্ছে বাংলাদেশেও


রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে অনেকেই ধরে নিয়েছিলেন ভারত থেকে সিনেমা আমদানির পথ বুঝি বন্ধ হয়ে গেল। একদমই না। বরং মাঝে খানিক বিরতি শেষে ১ নভেম্বর থেকে এই উদ্যোগ জারি থাকছে।

জানা গেছে, এবার একই দিনে (১ নভেম্বর) বাংলাদেশেও মুক্তি পাচ্ছে বলিউডের সিনেমা ‘ভুল ভুলাইয়া ৩’। ভৌতিক ও কমেডি ধাঁচের এ ছবিটি সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি দিচ্ছে অভি কথাচিত্র।

ঢাকার এই সিনেমা পরিবেশক প্রধান জাহিদ হাসান অভি বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’ সিনেমার বিনিময়ে ‘ভুল ভুলাইয়া ৩’ বাংলাদেশে আমদানি করছেন তিনি।

পরিবেশকের ভাষ্যে, ‘অনেকে ভেবেছিলেন সরকার পরিবর্তন হওয়ায় ভারতীয় ছবি আসা বন্ধ হবে। কিন্তু এটা আসলে পণ্য। ভারত বাংলাদেশ অন্যান্য পণ্য যেমন নিয়ম মেনে আমদানি রফতানি হচ্ছে, সিনেমাও তেমন! ঈদ ছাড়া আমাদের বড় বাজেটের ছবি মুক্তি পাচ্ছে না, হলগুলো চালু রাখতে ভারতীয় ছবি আনতে হচ্ছে।’

বলিউডের ব্লকবাস্টার ‘ভুলভুলাইয়া’ সিরিজের তৃতীয় সিক্যুয়েল এটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, প্রান্তিকা দাস, রাজেশ শর্মা, কাঞ্চন মল্লিক প্রমুখ।

বলা দরকার, ২০২১ সালে মুক্তি পায় মীর সাব্বির পরিচালিত-অভিনীত ছবি ‘রাত জাগা ফুল’। যাতে আরও অভিনয় করেছেন ঐশী, তানভীর, ফজলুর রহমান বাবু প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত