রাজধানীর এলিফ্যান্ট রোডে নিজ বাড়ির ছয় তলার বারান্দা থেকে পড়ে মো. তাজ উদ্দিন আহম্মেদ (৫৭) নামের এক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট নিউ মার্কেট থানায় অবগত করা হয়েছে।
মৃতের ছোট ভাই মইন উদ্দিন আহম্মেদ জানান, তার বড় ভাই নিজ বাড়ির ৯ তলা ভবনের ছয় তলায় থাকতেন। দুপুরে ছয় তলার বারান্দা থেকে যেকোনোভাবে নিচে পড়ে যান। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মইন উদ্দিন আরও জানান, তিন দিন আগে তার বড় ভাই সালাউদ্দিন আহমেদ (৫৮) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা যান। এ বিষয় নিয়ে ভাই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন হয়তো। বারান্দা থেকে যেকোনোভাবে পড়ে যেতে পারেন।
মৃত মো. তাজ উদ্দিন আহম্মেদ নিউমার্কেট ২৫৮/বি এলিফ্যান্ট রোড ঢাকার স্থায়ী বাসিন্দা। তিনি এক মেয়ের জনক ছিলেন। পাঁচ ভাই এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়।