নেভাদা অঙ্গরাজ্যে বিপুলসংখ্যক লাতিন আমেরিকান জনগোষ্ঠীর বসবাস। সেখানকার শহর লাস ভেগাসের বাসিন্দা লিডিয়া ডমিঙ্গেজ বলেন, অনেক লাতিন আমেরিকান ট্রাম্পের সময়কার অর্থনীতির কথা মনে রেখেছেন। অর্থনৈতিক উদ্বেগের অর্থ হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন দেওয়াকে আর কলঙ্কজনক বলে ধরা হবে না।
লিডিয়া বিবিসিকে বলেন, তাঁরা জীবনযাত্রার ব্যয় সামাল দিতে পারছেন না, যা সত্যিকার অর্থেই নির্বাচনের জন্য একটি বড় বিষয়। সে ক্ষেত্রে ট্রাম্পকে সমর্থন করা এখন আর খারাপ কিছু নয়।
এই দুই গোষ্ঠীর মধ্যে এবার যাঁরা কমলা হ্যারিসের দিকে ঝুঁকছেন, তাঁরাও বলেছেন, অর্থনৈতিক কারণে তাঁদের অনেকে দল বদলাতে উৎসাহিত হচ্ছেন।
নেভাদার ডিয়েগো অ্যারানকিভিয়া একসময় রিপাবলিকান দলের সমর্থক ছিলেন। এবার তিনি কমলা হ্যারিসকে ভোট দেবেন। তিনি বলেন, ‘আমাদের সম্প্রদায়ের অনেক মানুষ দল বদলাচ্ছেন। শুধু অর্থনৈতিক কারণে অনেকেই ট্রাম্পকে ভোট দেবেন। তাঁরা কখনোই তাঁর (ট্রাম্প) সঙ্গে বিয়ার পান করতে চাইবেন না। কিন্তু তাঁরা মনে করেন, ট্রাম্প তাঁদের অর্থনৈতিকভাবে ওপরের দিকে টেনে তুলতে পারবেন।’