Homeদেশের গণমাধ্যমেচকরিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু


কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতি দেখতে গিয়ে আক্রমণে এক বৃদ্ধার মৃত্যু হয়েছেন।

সোমবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তাহেরা বেগম (৬০) একই এলাকার সুলতান আহমদের স্ত্রী।

মেহেরাজ উদ্দিন বলেন, রাতে পার্শ্ববর্তী সংরক্ষিত বনের পাহাড় থেকে একটি বন্যহাতি জনবসতি এলাকায় আসার খবর ছড়িয়ে পড়ে। এ সময় প্রতিবেশী অন্য লোকজনের সঙ্গে তাহেরাও হাতি দেখতে যান। তাহেরা ঘর থেকে বের হয়ে রাস্তায় পৌঁছামাত্র বন্যহাতিটির সামনে পড়েন। এ সময় হাতিটি শুঁড় দিয়ে তাকে ধরে আটকে ধরে। পরে তাকে পায়ের নিচে পিষে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বনরেঞ্জের এ কর্মকর্তা বলেন, হাতিটি তাহেরাকে আঘাতের পর ঘটনাস্থল থেকে অন্যত্রে সরে যায়। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।  

এ ব্যাপারে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে বলে জানান মেহেরাজ উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত