Homeদেশের গণমাধ্যমেচট্টগ্রামে সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ আ.লীগের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ আ.লীগের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার


চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যায় সাবেক কাউন্সিলর সলিম উল্লাহকে লাভ লেন থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত সোমবার রাতে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত চার দিনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৮৭। থানা ভাঙচুর, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করা হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তিরা মামলার এজাহারভুক্ত আসামি।

গত জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে হুমকি, অবৈধ অস্ত্র প্রদর্শন, গুলি করে হত্যা, মারধরের বিভিন্ন অভিযোগ রয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এসব অভিযোগে নগরের বিভিন্ন থানা ও আদালতে অন্তত ৩০টি মামলা হয় বলে জানিয়েছে পুলিশ।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত