অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, নাটোরের সিংড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর (টেক/কম্পিউটার) মো. রবিউল ইসলাম, কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর (নন-টেক) পদার্থ নিত্যানন্দ রায়, রাজনগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর (নন-টেক) ইংরেজি শিপন মিয়া, তিনি বর্তমানে মৌলভীবাজার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে কর্মরত। বাকি দুজন হলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর (নন-টেক) মো. রুবেল পারভেজ এবং বাঞ্চারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর (নন-টেক, বাংলা) মো. লোকমান হোসাইন।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।