চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ দ্বারা পরিচালিত এ প্রচেষ্টা হুবেই এবং দক্ষিণ এশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারত্ব তৈরি করতে সহায়তা করবে, যা সম্পদ ভাগাভাগি, দক্ষতা বিকাশ এবং বৈজ্ঞানিক উদ্ভাবনের সুযোগ প্রদান করবে বলে উদ্যোক্তারা মনে করেন।
এনএসইউর সঙ্গে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করা বিশ্ববিদ্যালয়গুলোর হলো মিড-ওয়েস্ট ইউনিভার্সিটি, শ্রীলঙ্কার সাবারাগামুওয়া ইউনিভার্সিটি, নেপালিজ আর্মি ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস, চায়না থ্রি জর্জেস ইউনিভার্সিটি, হুবেই ইউনিভার্সিটি, ইয়াংজি ইউনিভার্সিটি, স্টেট কনজারভেটরি অব উজবেকিস্তান, হুবেই নরমাল ইউনিভার্সিটি, উহান কনজারভেটরি অব মিউজিক, হুয়াংগাং নরমাল ইউনিভার্সিটি, উহান ইউনিভার্সিটি অব সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি ও হুবেই ইউনিভার্সিটি অব এডুকেশন।