সেমিফাইনালেও একই রকম নাটকীয়তা। বায়ার্ন মিউনিখের বিপক্ষে শেষ মুহূর্তে জোড়া গোল করে রিয়ালের তরি পার করান অখ্যাত হোসেলু। চ্যাম্পিয়নস লিগে রিয়াল এমনই, হারার আগে যারা কখনোই হারে না এবং নায়ক হতে পারেন যে কেউ। এমনকি হারা ম্যাচও দৈববলে জিতে যেতে পারে তারা। অনেক সময় দলটিকে দেখলে মনে হয় অদৃশ্য কোনো জিন সঙ্গে নিয়ে মাঠে নেমেছ! এই দলকে হারাতে ফাইনালে ডর্টমুন্ডকে তাই অবিশ্বাস্য কিছুই করতে হতো। পাল্টা কোনো দৈব শক্তির হস্তক্ষেপেরও হয়তো প্রয়োজন ছিল। কিন্তু সেসব কিছুই হয়নি, ২–০ গোলে জিতে রিয়াল যথারীতি সমৃদ্ধ করেছে নিজেদের অর্জনের ভাঁড়ার।
প্রশ্ন হচ্ছে, রিয়াল ও ডর্টমুন্ডের সেই ম্যাচ শেষ হয়েছে আরও চার মাস আগে। হঠাৎ সেই ম্যাচ নিয়ে এত আলোচনা কেন? আলোচনার কারণ, সেই একই মঞ্চে আবার দেখা হচ্ছে এই দুই দলের। নাহ, এবার ফাইনালে নয়, প্রথম রাউন্ডেই দেখা হচ্ছে দুই দলের। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে এই দুই দল। আর প্রাসঙ্গিকভাবেই ম্যাচটির আগে বারবার ফিরে আসছে চার মাস আগের সেই ফাইনাল। সঙ্গে আছে ডর্টমুন্ডের প্রতিশোধের প্রসঙ্গও।