Homeদেশের গণমাধ্যমেজাবিতে মাস্টারপ্ল্যানের গুরুত্ব নিয়ে উন্মুক্ত আলোচনা সভা

জাবিতে মাস্টারপ্ল্যানের গুরুত্ব নিয়ে উন্মুক্ত আলোচনা সভা



জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ৪ মে ২০২৫  


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণপ্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংসের বাস্তবতায় মাস্টারপ্ল্যানের গুরুত্ব ও বাস্তবতাবিষয়ক একটি উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৪ মে) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের আয়োজনে ‘জাহাঙ্গীরনগরে মাস্টারপ্ল্যান: অতীত ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ও পরিকল্পনাবিদ আকতার মাহমুদ, সহযোগী অধ্যাপক আফসানা হক, পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক জামালউদ্দিন রুনু, দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুশফিক উস সালেহীন, মাহাথির মোহাম্মদ, মারিয়াম ছন্দা, শৌমিক বাগচী প্রমুখ। 

সভার প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

তিনি বলেন, “মাস্টারপ্ল্যান প্রণয়নের জন্য আমরা টেকনিক্যাল ম্যানেজমেন্ট কমিটি পুনর্গঠন করে টার্মস অব রেফারেন্স, টেন্ডার ডকুমেন্টসসহ সব প্রয়োজনীয় ডকুমেন্টস ইউজিসিতে জমা দিয়ে কত টাকা লাগবে, তা জানিয়ে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, এখনো আমরা কোনো ফলাফল পাইনি।”

তিনি আরো বলেন, “আমরা জানতে পেরেছি, সরকার এবার বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট কমিয়ে দিয়েছে। প্রায় ৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ে মোট ৬৩ কোটি টাকা কমিয়ে দিয়েছে। এই ৬৩ কোটি টাকার মধ্যে শুধু জাহাঙ্গীরনগর ১৯ কোটি টাকা কম পেয়েছে। এটা কেনো করা হলো তা আমার বুঝে আসে না।”

ঢাকা/আহসান/মেহেদী





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত