Homeদেশের গণমাধ্যমেজায়েদ খান বললেন ‘খুব ভালো ছেলে ছিল’

জায়েদ খান বললেন ‘খুব ভালো ছেলে ছিল’


এএসপি পলাশের মৃত্যুতে শোক 









প্রকাশিত: ১২:৩৪, ৮ মে ২০২৫  
আপডেট: ১২:৩৫, ৮ মে ২০২৫


চট্টগ্রামে র‍্যাব কার্যালয়ে সহকারী পুলিশ সুপার পলাশ সাহার মৃত্যুর খবর শুনে শোকপ্রকাশ করেছেন জায়েদ খান।

যুক্তরাষ্ট্র থেকে ফেসবুকে পোস্টে এই চিত্রনায়ক লিখেছেন, ‘ছেলেটা (পলাশ) আজকে পারিবারিক কলহের কারণে পৃথিবী ছেড়ে চলে গেল। মেনে নিতে কষ্ট হচ্ছে!’

উল্লেখ্য জায়েদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন পলাশ সাহা।  শিক্ষাজীবনের স্মৃতিকথা জানিয়ে জায়েদ খান আরো লিখেছেন, ‘ছোট ভাই পলাশ। একই বিশ্ববিদ‍্যালয়ের হওয়াতে দেখা হলে ভালো লাগতো। খুব ভালো ছেলে ছিল। দেখা হলেই হাসি দিয়ে বলতো ভাইয়া চা খাবেন?’

গত ৭ মে চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন র‍্যাব-৭ ক্যাম্পের নিজ অফিস কক্ষ থেকে পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার কক্ষ থেকে একটি চিরকুট‌ পাওয়া গেছে। যেখানে তিনি তার মৃত্যুর জন্য ‘কেউ দায়ী নন’ লেখা আছে। 

পলাশ সাহা ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। সর্বশেষ র‍্যাব-৭-এ এএসপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশি গ্রামে।

চট্টগ্রামের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমে জানান পলাশ নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।

তারা//





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত