Homeদেশের গণমাধ্যমেদক্ষিণ আফ্রিকার ছিলেন ক্যালিস, বাংলাদেশের সাকিব

দক্ষিণ আফ্রিকার ছিলেন ক্যালিস, বাংলাদেশের সাকিব


বাংলাদেশের টেস্ট দলে যে আরেকজন ভালো বাঁহাতি স্পিনার আছেন, সেটি প্রিন্সের অজানা নয়। তবে তাইজুল ইসলাম তো শুধুই বোলার। প্রিন্স তাই বলছেন, ‘ওরা ভাগ্যবান যে তাদের আরেকজন ভালো বাঁহাতি স্পিনার আছে—তাইজুল—সম্ভবত সে খেলবে। সেদিক থেকে তাদের একটা দিক পূরণ হবে। তখন হয়তো সাকিবের বিকল্প হিসেবে তারা একজন ব্যাটার খেলানোর কথা ভাববে।’

এই সিরিজের আগে বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছু ঘটে গেছে। হুট করে সরিয়ে দেওয়া হয়েছে চন্ডিকা হাথুরুসিংহকে, বাংলাদেশের ক্রিকেটারদের ভালো করে চেনার আগেই এই সিরিজে নেমে পড়তে হচ্ছে নতুন কোচ ফিল সিমন্সকে। প্রিন্স নিজেও বাংলাদেশ ক্রিকেটের এমন পালাবদলের সাক্ষী। বাংলাদেশে আসার সময় দুবাইয়ে সিমন্সের সঙ্গে দেখাও হয়েছে তাঁর। সেই অভিজ্ঞতার কথাও বললেন, ‘দুবাইয়ে সিমন্সকে দেখে আমি চমকে গিয়েছিলাম। তার সঙ্গে দেখা হওয়ায় ভালো লাগছিল; কিন্তু আমি নিশ্চিত ছিলাম না, সে–ও বাংলাদেশে যাচ্ছে কি না…পরে দেখলাম, সে–ও আমাদের সঙ্গে একই ফ্লাইটে ঢাকা আসছে।’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত