Homeদেশের গণমাধ্যমেনির্বাচন নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখা দিলেন আসিফ নজরুল

নির্বাচন নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখা দিলেন আসিফ নজরুল


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের মধ্যে করা সম্ভব হতে পারে বলে প্রাথমিক অনুমানের কথা জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে চ্যানেল আইয়ের ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এসব কথা বলার পাশাপাশি এ ক্ষেত্রে অনেক ফ্যাক্টর আছে বলে উল্লেখ করেন তিনি।

শনিবার (১৯ অক্টোবর) ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আসিফ নজরুল। এতে তিনি বলেন, ‘সম্প্রতি একটি টিভি আলোচনায় আমি বলেছি নির্বাচন হয়তো আগামী বছরের মধ্যে সম্ভব হতে পারে, তবে এক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। সেখানে এসব ফ্যাক্টর পুরোপুরি ব্যাখা করার সুযোগ পাইনি। কিন্তু আমাদের সরকারের কথা থেকে সবাই বুঝবেন যে নির্বাচনের জন্য সংস্কার ও রাজনৈতিক সমঝোতার কথা বলা হয়। এগুলোই সেই ফ্যাক্টর।’

আসিফ নজরুল বলেন, ‘সংস্কারের কথা আমিও অনুষ্ঠানে বলেছি। আরও কিছু ফ্যাক্টর আমি অনুষ্ঠানটিতে ব্যাখা করেছি, যেমন: সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা প্রণয়ন ইত্যাদি। এসব ফ্যাক্টর ঠিক থাকলে নির্বাচন হয়তো হতে পারে আগামী বছর। বলেছি এটাও আমার প্রাথমিক অনুমান।’

তিনি বলেন, ‘এই শর্তভিত্তিক ধারণা ও অনুমানকে কিছু গণমাধ্যম নির্বাচনের ঘোষণা হিসেবে দেখাচ্ছেন। বিনয়ের সঙ্গে বলছি, এটা সঠিক নয়।’

আসিফ নজরুল আরও উল্লেখ করেন, ‘নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসি ডিসিশন। এর সময় সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঠিক হবে। তিনিই একমাত্র এটা ঘোষণার এখতিয়ার রাখেন।’

এর আগে বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানের উপস্থাপক দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর প্রশ্ন ছিল— নির্বাচন কবে হতে পারে? তার জবাবে আইন উপদেষ্টা বলেছিলেন, ‘আমার কাছে মনে হয় আগামী বছরের মধ্যে নির্বাচন করাটা হয়তো সম্ভব হতে পারে। অনেক ফ্যাক্টর রয়েছে। এটা প্রাইমারি অ্যাজাম্পসন (প্রাথমিক অনুমান)।’

আরও পড়ুন-

নির্বাচন কবে সম্ভব হতে পারে, জানালেন আসিফ নজরুল





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত