বৃহস্পতিবার রাতে ধর্মশালায় পাঞ্জাব কিংস–দিল্লি ক্যাপিটালসের ম্যাচ নিরাপত্তার কারণে মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার পর থেকে খেলোয়াড়দের আতঙ্ক তৈরি হয়েছে। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, বিদেশি খেলোয়াড়দের মানসিক অবস্থার বিষয়ে জানতে চাইলে আইপিএলের একটি দলের একজন কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘খেলোয়াড়েরা মোটামুটি ভালোই আছেন। কিন্তু যা কিছু ঘটেছে, তা দেখে তাদের মধ্যে অবশ্যই উদ্বেগ রয়েছে।’
নাম প্রকাশ না করার শর্তে অস্ট্রেলিয়ার কয়েকজন খেলোয়াড়ের এজেন্ট সিডনি মর্নিং হেরাল্ডকে জানিয়েছেন, ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁরা। বেশির ভাগই যত দ্রুত সম্ভব ভারত ছাড়তে চান। পাঞ্জাব-দিল্লি ম্যাচ বন্ধ হওয়ার পর কয়েকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার বাড়ি ফিরতে উড়োজাহাজের টিকিট বুক করার চেষ্টা করছেন।