ক্রিকেটবিষয়ক খবরটি সঠিক নয় জানিয়ে প্রশ্নকর্তা সাংবাদিকের উদ্দেশে জয়সোয়াল বলেন, ‘ক্রিকেট নিয়ে কোনো আলোচনা হয়েছে কি হয়নি, আমি বলব এমন কিছুই ঘটেনি। যে প্রতিবেদনটি আপনি দেখেছেন, সেটি সঠিক নয়।’
ভারত ক্রিকেট দল পাকিস্তানে সর্বশেষ খেলতে গেছে ২০০৮ সালে। আর পাকিস্তান দল ভারতে গেছে ২০১২ সালে। এরপর দুই দল শুধু আইসিসি বা এসিসির টুর্নামেন্টেই মুখোমুখি হয়েছে।
পাকিস্তানের দিক থেকে আগ্রহ থাকলেও ভারত সরকার নিরাপত্তার কারণ দেখিয়ে তাদের ক্রিকেট দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয় না। সর্বশেষ ২০২৩ এশিয়া কাপের সময় ভারত সরকার পাকিস্তানে দল না পাঠানোয় শেষ পর্যন্ত টুর্নামেন্টটির বেশির ভাগ ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা। এই টুর্নামেন্টে খেলতে ভারতের দল পাকিস্তানে যাবে কি না, এখনো পরিষ্কার নয়। এরই মধ্যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারত ক্রিকেট দল পাকিস্তানে না যেতে পারে, এই ভাবনা থেকে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।