Homeদেশের গণমাধ্যমেফাজিল স্নাতকে ভর্তির সময় বাড়াল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

ফাজিল স্নাতকে ভর্তির সময় বাড়াল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়


২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ফাজিল স্নাতক (অনার্স) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদনের সময়সীমা বাড়িয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

রেজিস্ট্রার মো. আইউব হোসেনের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৩ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পূর্বে এই সময়সীমা ৬ জুন শেষ হওয়ার কথা ছিল। আর আবেদন ফরমের ফি মাদ্রাসায় জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জুন। একই তারিখে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে আবেদনপত্র গ্রহণ ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিশ্চিতকরণের শেষ দিন।

এতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.iau.edu.bd) আগামী ২৪ থেকে ২৯ জুনের মধ্যে প্রাথমিক আবেদন ফরমের ফি জমা দেওয়ার পে-স্লিপ পাওয়া যাবে এবং অগ্রণী ব্যাংকের যেকোনো শাখায় তা জমা দেওয়া যাবে। আর প্রথম মেধাতালিকা আগামী ১ জুলাই প্রকাশিত হবে এবং সেই তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া ২ জুলাই থেকে শুরু হয়ে ৭ জুলাই পর্যন্ত চলবে। আর আগামী ৯ জুলাই থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

তবে সময় বাড়লেও ভর্তি নির্দেশিকার অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত