ডিয়েগো ফোরলান সাবেক ফুটবলার। ডিয়েগো ফোরলান এখন টেনিস খেলোয়াড়!
উইকিপিডিয়ায় তাঁর পরিচয়টাও দেখে নিতে পারেন। ফোরলানকে এত দিন তাবৎ দুনিয়া উরুগুয়ের ফুটবল কিংবদন্তি হিসেবে চিনেছে। ২০১০ বিশ্বকাপের সেরা খেলোয়াড়, যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টের সেরা গোলও ছিল তাঁর।
শুধু কি তা–ই, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ও আতলেতিকো মাদ্রিদের হয়ে জিতেছেন ইউরোপা লিগও। জাতীয় দলের জার্সিতে জিতেছেন কোপা আমেরিকা। উইকিপিডিয়ায় এমন একজন ফুটবলারের পরিচয়টা যখন শুরু হয় ‘উরুগুয়ের পেশাদার টেনিস খেলোয়াড়…’, তখন অবাক হতেই হয়।