Homeদেশের গণমাধ্যমেফুলদানির ফুল তাজা রাখার ৭ টিপস

ফুলদানির ফুল তাজা রাখার ৭ টিপস


ঘরের আবহ বদলে দিতে পারে ফুলদানিতে গোঁজা তাজা এক গুচ্ছ ফুল। অনেকেই ঘরে তাজা ফুল রাখতে পছন্দ করেন। তবে দিন দুয়েক যেতে না যেতেই নেতিয়ে পড়ে ফুলদানির ফুল। বেশ কয়েকদিন পর্যন্ত ফুল তাজা রাখতে চাইলে কি করবেন জেনে নিন।

  1. পরিষ্কার ফুলদানিতে রাখবেন ফুল। পানি দিয়ে রাখার সময় ফুলের ডাঁটি ৪৫ ডিগ্রি কোণে কাটতে হবে। এতে ডাঁটির অনেকটা অংশ পানির সংস্পর্শে থাকবে। ফলে পানি শোষণ করা সহজ হবে।
  2. পানির তাপমাত্রাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুলদানির পানি সবসময় ঘরের তাপমাত্রায় রাখবেন। তবে যদি ফুল কুঁড়ি অবস্থায় থাকে তা হলে ঠান্ডা পানি দিতে পারেন। ফুলদানির চার ভাগের তিন ভাগ পানি রাখুন। 
  3. ফুলদানির পানিতে ২ টেবিল চামচ সাদা ভিনেগার মিশিয়ে দিন। ব্যাকটেরিয়া জন্মাতে দেবে না এটি।
  4. ফুলদানির পানির মধ্যে যেন কোনও পাতা ডুবে না থাকা। পাতা ডুবে থালে দ্রুত পচন ধরে ফুল নষ্ট হয়ে যায়।
  5. ফুলদানির পানি বদলে দেবেন প্রতিদিন।  পানি বদলে দেওয়ার সময় ফুলের ডাঁটা নিচ থেকে এক ইঞ্চি পরিমাণ অংশ কেটে ফেলুন। পাপড়ি শুকিয়ে গেলে বা পাতা পচতে দেখলে সেগুলো উঠিয়ে ফেলুন। 
  6. সরাসরি রোদ পড়ে এমন জায়গায় ফুলসহ ফুলদানি রাখবেন না।
  7. ফুলের তোড়া কেনার সময় আধফোটা কুঁড়ি বেশি আছে, এমন তোড়া কিনবেন। এতে অনেক দিন পর্যন্ত অক্ষুণ্ন থাকবে ফুলের সৌন্দর্য।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত