স্বতন্ত্র বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিনটি কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। কিন্তু ২৪ ঘণ্টা পার হলেও সাত কলেজ শিক্ষার্থীদের কোনও কর্মপরিকল্পনা বা দাবি বাস্তবায়িত হয়নি। তাই ফের আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন কবি নজরুল সরকারি কলেজের ইতিহাস (স্নাতকোত্তর) বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম প্রতিনিধি জাকারিয়া বারী সাগর।
তিনি বলেন, সাত কলেজকে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য ‘কমিশন’ গঠন করার দাবিতে আমরা ২৪ ঘণ্টার যে আল্টিমেটাম দিয়েছি, তা শেষ হয়েছে। কর্তৃপক্ষ আমাদের দাবির প্রতি কর্ণপাত করেনি। তাই আমরা আগামীকাল বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে নির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত ঢাকা কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করবো।
উল্লেখ্য সাত কলেজ শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
১. সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার অভিপ্রায়ে দ্রুত সময়ের মধ্যে একটি সংস্কার কমিটি গঠন করতে হবে।
২. সংস্কার কমিটি অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে সাত কলেজের সমন্বয়ে শুধু একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন করবেন।
৩. সংস্কার কমিটি বর্তমান কাঠামো সচল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন, যাতে নিয়মিত শিক্ষার্থীদের সেশন জটিলতার কোনও ধরনের পরিবেশ তৈরি না হয়।