Homeদেশের গণমাধ্যমেভবনের ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ভবনের ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু


লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা পরিষদের নবনির্মিত ৫ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মোস্তফা তারেক রবিন (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে রামগঞ্জ পৌর শহরের আঙ্গারপাড়া এলাকায় উপজেলা পরিষদে এ দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে তিনি ঘটনাটি ঘটিয়েছেন, তা জানা যায়নি। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রবিন রামগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার ছিলেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার মোস্তফা কামালের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকাল ৩টার দিকে ওই ব্যাংক কর্মকর্তা উপজেলা পরিষদের নির্মাণাধীন ৫ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

ওসি আবুল বাশার বলেন, ব্যাংক কর্মকর্তা ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে মারা গেছেন। লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত