পরিদর্শন শেষে মাতারবাড়ী কোল পাওয়ার জেনারেশন কোম্পানির প্রশাসনিক ভবনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা করেন। সভায় জাইকার প্রতিনিধি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় প্রশাসন ও কোল পাওয়ারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পের বিভিন্ন চিত্র তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আতাউল হক।
সভায় উপস্থিত ছিলেন জাইকার প্রধান পরিচালক সেইজি সাতো, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক, কমোডর ফজলে রহমান, মহেশখালীর ইউএনও মীকি মারমা, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আতাউল হক ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ এম এম রকীব উর রাজা।