শিক্ষকদের আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘আমরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছিলাম। পুলিশ সদস্যরা এসে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আমাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এই হামলায় আমাদের অন্তত ২০ জন শিক্ষক আহত হয়েছেন।’ তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি নেকবর হোসেন।
শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, সচিবালয় এলাকায় সভা–সমাবেশ নিষিদ্ধ। কিন্তু ১৫০–২০০ জন শিক্ষক দীর্ঘক্ষণ সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করে রাখেন। অনেক অনুরোধ করা হলেও তাঁরা সড়ক ছাড়তে চাননি। পরে পুলিশ তাঁদের সরিয়ে দিয়েছে।