শফিকুর রহমান বলেন, ‘তারা (আওয়ামী লীগ) মানুষকে খুন করেছে, গুম করেছে, ইজ্জত লুণ্ঠন করেছে। তারা বাংলাদেশকে জায়গায় জায়গায় দখল করেছে। চাঁদাবাজির মহারাজ্য কায়েম করেছে। মানুষের সম্পদের ওপর লোলুপ দৃষ্টি দিয়েছে। তাদের কারণে দেশের বিভিন্ন জায়গায় সম্ভ্রমশীল মেয়েরা লেখাপড়া বন্ধ করে দিয়েছেন। তাদের সোনার ছেলেরাই ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে। আমরা এইগুলা থেকে মুক্তি চাই।’
জামায়াতের আমির আরও বলেন, জামায়াতে ইসলামী এমন একটি দেশ চায়, এমন একটি রাষ্ট্র চায়, যেখানে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী সামাজিক সুবিচার কায়েম হবে। যেখানে মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। যার যার ন্যায্য পাওনা হাতে পেয়ে যাবে। যুবকদের হাতে কাজ তুলে দেওয়া হবে। জাতি গঠনে যুবকেরা ভূমিকা রাখবেন। বেকারত্বের অভিশাপে কোনো যুবককে আত্মহত্যা করতে হবে না। চাকরি পাওয়ার জন্য তাঁকে কোনো দুষ্ট লোকের হাতে ঘুষ দিতে হবে না। বিচারালয়ে গিয়ে কাউকে আর কোনো বিচারকের দয়ার দিকে তাকাতে হবে না। একজন বিচারপ্রার্থী ন্যায্য বিচার পাবেন। বাজারে গেলে একজন ক্রেতাকে মাথায় হাত দিতে হবে না।