Homeদেশের গণমাধ্যমেসাত কলেজের অধিভুক্তি নিয়ে যা বললেন ঢাবি শিক্ষক-শিক্ষার্থীরা

সাত কলেজের অধিভুক্তি নিয়ে যা বললেন ঢাবি শিক্ষক-শিক্ষার্থীরা


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এর আগে বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে ভিসি চত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘ওয়ান টু থ্রি ফোর, এফিলিয়েশন নো মোর’, ‘অধিভুক্তি অধিভুক্তি, বাতিল করো করতে হবে’, ‘অধিভুক্তি বাতিল করো, ভোগান্তি বন্ধ করো’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, সাত কলেজ থাকায় আমাদের নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়। একাডেমিক, প্রশাসনিক সব কাজেই এই ধরনের জটিলতায় আমরা জর্জরিত হয়ে গেছি। এই সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গলার কাঁটায় পরিণত হয়েছে। তাই আমরা চাই অবিলম্বে এই অধিভুক্তি বাতিল করতে হবে।

আরও পড়ুন: ফের আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের বিক্ষোভের এক পর্যায়ে সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টর। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তারা কথা বলে তাদের দাবির সঙ্গে একমত পোষণ করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা আর আমরা একই। আমরাও মনে করি এটা হওয়া দরকার। এটা যখন হয়েছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় একা করেনি। সরকারিভাবে এটা করা হয়েছে। তাই হুট করেই এটা বাতিল করা সম্ভব নয়। এর জন্য কিছু প্রক্রিয়া থাকে। আমরা ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এটা নিয়ে কাজ করবো।

বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, আমরাও চাই সাত কলেজের অধিভুক্তি বাতিল হয়ে যাক। এটা যাতে দ্রুত করা যায়, সে জন্য তোমরা তোমাদের জায়গা থেকে কাজ করো, আমরাও আমাদের জায়গা থেকে কাজ করবো।

উপাচার্যের সঙ্গে কথা বলার পর শিক্ষার্থীরা বুধবার দুপুর ১২টায় স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। শিক্ষার্থীরা বলেন, যেহেতু আমাদের শিক্ষকরা এই বিষয়ে পজিটিভ। তাই আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় আগাতে চাই। যত দিন আমাদের দাবি পূরণ না করা হবে, তত দিন আমরা আন্দোলন চালিয়ে যাবো। প্রয়োজনে আমরা ইউজিসিতে যাবো, শিক্ষা মন্ত্রনালয়ে যাবো।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত