Homeদেশের গণমাধ্যমেসালিশে ছেলের  জরিমানা, ক্ষোভে বাবার

সালিশে ছেলের  জরিমানা, ক্ষোভে বাবার


গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে বৈদ্যুতিক মোটর চুরির অভিযোগে সুজয় বরসহ দুই যুবককে সালিশ বৈঠকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনার দুদিন পর ক্ষোভ ও অপমান সহ্য করতে না পেরে সুজয় বরের বাবা অমল বর (৬২) গাছের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

 

সোমবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে গ্রামের কমল রায়ের স্ত্রীর একটি বৈদ্যুতিক মোটর চুরি হয়। চুরির ঘটনায় একই গ্রামের অমল বরের ছেলে সুজয় বর ও বাবুল রায়ের ছেলে দিগন্ত রায়কে সন্দেহ করা হয়। পরে বিষয়টি নিয়ে গত শনিবার (১৯ অক্টোবর) বিকেলে রাহুথড় উদয়ন উচ্চ বিদ্যালয়ে এক গ্রাম্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশে ওই দুই যুবককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।  
সুজয়ের বাবা অমল একজন কৃষক। জরিমানার টাকা জোগাড় করা নিয়ে সুজয় বরের দরিদ্র পরিবারে ঝামেলা হয়। এছাড়া এলাকাবাসী সুজয় বরের পরিবার নিয়ে নানা ধরনের কটূক্তি করেন। এতে ক্ষোভ ও অপমান সহ্য করতে না পেয়ে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন অমল। পরে স্থানীয়রা মরদেহ ঝুলতে দেখে পরিবারের লোকজন ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নরোত্তম সিকদার ওই সালিশে উপ‌স্থিত ছিলেন। তিনি বলেন, চুরির বিষয়টি ওই দুই যুবক স্বীকার করেছে। এছাড়া এলাকায় আগের একটি চুরির কথাও তারা স্বীকার করেছে। এজন্য তাদের জরিমানা করা হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত