সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে (২৫) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে (১৮ অক্টেবর) সিলেট নগরীর মেন্দিবাগে এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় হাসানকে প্রথমে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
হাসান সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার বাসিন্দা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পুলিশ হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হামলাকারীদের শনাক্ত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, হাসান মাহমুদ ও তার বন্ধু মাজহার শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মেন্দিবাগ মোড় এলাকায় দাঁড়িয়ে কথা বলছিলেন। সে সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।