মুল্ডারকে স্লিপে সাদমান ইসলামের ক্যাচ বানিয়ে পরের বলেই উড়িয়ে দিলেন কেশব মহারাজের অফ স্টাম্প। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের বোলারদের সাফল্য বলতে হাসান মাহমুদের ওই ২ উইকেটই।
ইনিংসের ৬৫তম ওভারের শেষ দুই বলে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যানকে পরপর ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাই জাগিয়েছিলেন হাসান। কিন্তু পরের ওভারে এসে প্রথম বলে নতুন ব্যাটসম্যান ডেন পিটকে সামনে পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারেননি এই পেসার।
তার আগে রেকর্ড জুটি গড়েছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুল্ডার ও ভেরেইনা। তাদের ১১৯ রান টেস্টে বাংলাদেশের বিপক্ষে সপ্তম উইকেট জুটিতে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ৮০ রানের জুটিতেও ছিলেন মুল্ডার। ২০২২ সালে পোর্ট এলিজাবেথে কেশব মহারাজকে নিয়ে ৮০ রানের জুটি গড়েছিলেন তিনি।