Homeবিনোদনঅজয়ের পছন্দের কমেডি সিরিজ

অজয়ের পছন্দের কমেডি সিরিজ


ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কনটেন্ট দেখেন অজয় দেবগন। কমেডি সিরিজই তাঁর বেশি পছন্দের। বোম্বে টাইমসকে অভিনেতা জানিয়েছেন, এখন কোন সিরিজ দেখছেন তিনি। সবাইকে সিরিজটি দেখার পরামর্শও দিয়েছেন অজয়।

শিরিঙ্কিং

জিমি লেয়ার্ড নামের এক থেরাপিস্টকে নিয়ে এ সিরিজের গল্প। স্ত্রীর মৃত্যুর পর শোকাহত জিমি ভিন্ন পদ্ধতিতে রোগীদের সেবা দিতে শুরু করে। থেরাপির ক্ষেত্রে নীতিগত বাধা লঙ্ঘন করে, মনে মনে যেটা ভাবে সেটাই বলে রোগীদের। এতে তার ক্লায়েন্ট এবং তার নিজের জীবনেও আসে বড় পরিবর্তন। কমেডিতে মোড়া ‘শিরিঙ্কিং’ সিরিজের প্রথম সিজন আসে ২০২৩ সালের জানুয়ারিতে অ্যাপল টিভি প্লাসে। দ্বিতীয় সিজন প্রচারিত হয় গত বছরের অক্টোবরে। দুটি মৌসুমই ব্যাপক জনপ্রিয়তা পায়। এতে জিমি লেয়ার্ড চরিত্রে অভিনয় করেছেন জেসন সেগেল। তার সিনিয়র থেরাপিস্ট ডা. পল রোডেসের চরিত্রে আছেন হ্যারিসন ফোর্ড।

সিরিজটি নিয়ে অজয় দেবগন বলেন, ‘আমি ওটিটিতে প্রচুর কনটেন্ট দেখি। কিছু কিছু কনটেন্টের স্টোরিটেলিং অসাধারণ লাগে। এগুলোর মধ্যে অন্যতম জেসন সেগেল ও হ্যারিসন ফোর্ড অভিনীত অ্যাপল টিভি প্লাসের শিরিঙ্কিং। সবার প্রতি পরামর্শ থাকবে সিরিজটি দেখার। মন জয় করার মতো একটি গল্প, একই সঙ্গে দুঃখের ও মজার। মানবিক সম্পর্কগুলোকে ভিন্নভাবে আবিষ্কারের চেষ্টা রয়েছে এতে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত