Homeবিনোদনআমার প্রথম নাটক | কালবেলা

আমার প্রথম নাটক | কালবেলা


তরুণ নির্মাতা কবির আহমেদ। স্বপ্ন দেখেন একদিন বড় নির্মাতা হওয়ার। বিজ্ঞাপনের পর এবার প্রথামবারের মতো নাটক নির্মাণ করেছেন তিনি। কালবেলাকে জানিয়েছেন নিজের প্রথম নাটক নিয়ে প্রত্যাশার কথা। লিখেছেন রাজু আহমেদ

এটি আপনার প্রথম নাটক?

হ্যাঁ, ‘সন্ধি’ আমার প্রথম নাটক, এই প্রজেক্টটা নিয়ে আমি অনেকদিন ধরে প্রি-প্রোডাকশনের কাজ করছিলাম, অবশেষে শুটিং শেষ করলাম।

এর আগে কী কী করেছেন?

আমি একজন স্বাধীন এবং তরুণ চলচ্চিত্র নির্মাতা। যদিও বিজ্ঞাপন নির্মাতা হিসেবেই আমি পরিচিত সবার কাছে। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেক বছর হলো। পরিচালনার পাশাপাশি কাজ করছি প্রডিউসার হিসেবে। আমি ছোট থেকেই কালচারাল অঙ্গনের সঙ্গে জড়িত ছিলাম। ছোট থাকতে থিয়েটার করেছি ৬ বছরের বেশি। ২০০৬ সালে মঞ্চকুরি অ্যাওয়ার্ড ও পেয়েছি। মুন্সীগঞ্জে জন্ম ও বেড়ে ওঠা। এইচএসসি শেষ করে ঢাকা এসে একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মিডিয়া অ্যান্ড জার্নালিজম নিয়ে স্নাতক শেষ করেছি, ইউনিভার্সিটি পড়াশোনা চলাকালীন সময় থেকেই বাংলাদেশের টপ একটি প্রোডাকশন হাউসে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে অনেক বছর কাজ করেছি; তারপর ২০১৯ থেকে নিজেই ডিরেকশন দেওয়া শুরু করেছি। আমার প্রথম ডিরেকশনের কাজ ছিল ব্র্যাক চাইল্ড এবিউজের একটা ওভিসি। কিন্তু মজার ব্যাপার হলো, আমার লাইফের দ্বিতীয় কাজটিই ভাইরাল হয়, যদিও খুবই অল্প বাজেটের একটি কাজ ছিল ওটা। কাজটি বের হওয়ার প্রথম সাত দিনের মাথায় ভাইরাল হয়ে যায়, প্রায় কোনো বুস্টিং ছাড়া ৪০ লাখ মানুষ দেখে ওভিসিটা। ওটাই ছিল এসিআইয়ের সুপ্রিম ডিটারজেন্টের কাজ। আমি এখন পর্যন্ত ওভিসি অ্যান্ড টিভিসি মিলয়ে ৩০ এর বেশি নির্মাণ করেছি। বেসিক্যালি আমি বিজ্ঞাপন নির্মাণ করি, আমার উল্লেখযোগ্য কিছু কাজ হচ্ছে বাংলালিংক, ফার্মল্যান্ড গুঁড়া দুধসহ আরও অনেক টিভিসি, ওভিসি করেছি, একটি ওয়েব সিরিজের স্ক্রিপ্টও শেষ করেছি। শিগগিরই সেটি নিয়ে কাজ শুরু করব।

এ নাটকে কে কে অভিনয় করেছেন?

মূল চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির, খাইরুল বাসার, আরেফিন জিলানী, দুর্জয় রয়সহ আরও অনেকে।

কোথায় মুক্তি পাবে?

এটি কাহিনি অরজিনাল নামে একটা ইউটিউব চ্যানেলে প্রচার করা এবারের ঈদুল আজহায়।

পরিচালনার প্রথম নাটক নিয়ে আপনার প্রত্যাশা?

আমার মনে হয় সব প্রজেক্ট নিয়েই সব ডিরেক্টরের প্রত্যাশা বেশি থাকে, কিন্তু এই প্রজেক্ট ‘সন্ধি’ নিয়ে আমার প্রত্যাশা একটু বেশি। আমি না শুধু—এখানে যারা কাজ করেছেন অভিনয় শিল্পী, সিনেমাটোগ্রাফার, টেকনিশিয়ানসহ সবার প্রত্যাশাই অনেক বেশি এ নাটকটি নিয়ে। মজার ব্যাপার হচ্ছে এটি যেহেতু আমার প্রথম নাটক, এ নাটকে অভিনয় করেছেন এমন বেশ কিছু অভিনয় শিল্পী যাদেরও এটি প্রথম নাটকে কাজ করা হয়েছে। তাই সবকিছু মিলিয়ে দারুণ কিছু পেতে যাচ্ছে দর্শক।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত