Homeবিনোদনতৃতীয় কিস্তিতেও তাপসী | কালবেলা

তৃতীয় কিস্তিতেও তাপসী | কালবেলা


নেটফ্লিক্সের জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘হাসিন দিলরুবা’ ও এর সিক্যুয়েল ‘ফির আই হাসিন দিলরুবা’র ব্যাপক সাফল্যের পর এবার আসছে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। প্রযোজক-লেখিকা কানিকা ঢিল্লন ও অভিনেত্রী তাপসী পান্নু এ সিরিজের সৃষ্টিশীল জুটি। যারা আবারও একসঙ্গে দর্শকদের জন্য নিয়ে আসছেন নতুন চমক।

সম্প্রতি ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম মিড ডে’তে প্রকাশিত এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, ‘হাসিন দিলরুবা ৩’-এর বর্তমানে চিত্রনাট্য লেখার কাজ চলছে। একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রথম দুই পর্বের সাফল্যের পরই নির্মাতারা তৃতীয় পর্ব তৈরির বিষয়ে নিশ্চিত হয়ে যান। নতুন কিস্তিতে প্রেম, রহস্য ও রোমাঞ্চের মাত্রা হবে আগের চেয়েও বেশি।

সূত্রটি আরও জানায়, এ সিরিজটি নেটফ্লিক্সের অন্যতম হিট কনটেন্ট। তাই নির্মাতারা এমন একটি কাহিনি নিয়ে আসতে চাইছেন, যা হবে আরও বেশি রসালো, থ্রিলিং ও দর্শকনন্দিত।

এদিকে তাপসী পান্নু নিজেই কয়েক সপ্তাহ আগে ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট দিয়ে ভক্তদের মধ্যে জল্পনা তৈরি করেন। তিনি ‘ফির আই হাসিন দিলরুবা’র একটি ক্লিপ শেয়ার করে লিখেছিলেন, ‘পাগলপান মিস করছি, পণ্ডিতজি। কী বলেন?’

পোস্টটিতে ট্যাগ করা হয় চিত্রনাট্যকার কানিকা ঢিল্লনকে, যিনি এ পোস্টে উত্তর দিয়ে আবার লেখেন, ‘এ অপেক্ষা বেশি দিন নয় রানিজি! পণ্ডিতজি তো এরই মধ্যে লিখতে বসেছেন। এবার হবে পাগলপন এক্স ৩!’ এ কথোপকথন থেকেই দর্শক নিশ্চিত হন যে, ওয়েব ফিল্মটির তৃতীয় কিস্তি আসছে।

২০২১ সালে মুক্তি পাওয়া ‘হাসিন দিলরুবা’ ও ২০২৪ সালের ‘ফির আই হাসিন দিলরুবা’তে তাপসী পান্নু ও বিক্রান্ত ম্যাসি প্রধান চরিত্রে অভিনয় করেন। প্রথম পর্বে তাপসীর বিপরীতে ছিলেন হর্ষবর্ধন রানে আর দ্বিতীয় পর্বে দেখা যায় সানি কৌশলকে।

অন্যদিকে তাপসী পান্নু শিগগিরই দেখা দেবেন নতুন সিনেমা ‘গান্ধারী’তে। ছবিটি পরিচালনা করছেন দেবাশীষ মাখিজা এবং প্রযোজনা করছেন কানিকা ঢিল্লন। সিনেমায় তার বিপরীতে থাকবেন ইশওয়াক সিং।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত