Homeবিনোদননুসরাতের কঠিন জবাব  | কালবেলা

নুসরাতের কঠিন জবাব  | কালবেলা


টালিউডের অন্যতম সুন্দরী নায়িকা নুসরাত জাহান। একাধিক বিয়ে ও রাজনীতিতে যোগ দিয়ে ক্যারিয়ার থেকে দূরে সরে গিয়েছিলেন তিনি। তবে নানা কারণে থেকেছেন আলোচনায়, হয়েছেন বিতর্কিত।

একের পর এক সমালোচনার ও নেট মাধ্যমে ঝড় বয়ে গেলেও চুপ থেকেছেন নুসরাত। খুব একটা সমালোচনা পাত্তা দেন না এই সুন্দরী। এদিকে নুসরাত অভিনীত ‘আড়ি’ নামে একটি নতুন সিনেমা আসছে। এতে নায়িকার বিপরীতে রয়েছেন নায়িকার স্বামী ও অভিনেতা যশ দাসগুপ্ত। জানা গেছে, মা-ছেলের আদরের সম্পর্ক নিয়ে সিনেমার কাহিনি। নুসরাত ও যশের সঙ্গে পর্দা ভাগ করছেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জি।

একটা সময় নায়িকা হিসেবে পর্দায় তাক লাগিয়েছেন মৌসুমি। ‘আড়ি’ সিনেমায় যশের মায়ের চরিত্রে দেখা যাবে তাকে। এমন আদুরে গল্পের এক সিনেমা নিয়ে সদ্যই ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন যশ ও নুসরাত। এ সময় পর্দার ও পর্দার বাইরের নানা কথাই হয় আলোচনায়।

নুসরাত ও যশ সামাজিক মাধ্যমে ‘আড়ি’ সিনেমার গুরুত্বপূর্ণ সব আপডেট দিচ্ছেন। কিন্তু এসবের মাঝে মন্তব্য ঘরে ধেয়ে আসে গালাগালি, কুমন্তব্য।

যশ-নুসরাত যে ছবি সম্প্রতি করলেন, তা মা-ছেলের সম্পর্ক নিয়ে। ভালোবাসার সম্পর্ক। আদরের। যদি খানিক তলিয়ে দেখা যায়, বোঝা যাবে, এই তাদের পোস্টে যে বাজে মন্তব্য ঘোরাফেরা করে, তার বেশিরভাগই ‘মা’-এর নাম তুলে অশ্লীল মন্তব্য।

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন নুসরাত দিলেন কঠিন জবাব। তিনি বলেন, ‘যারা মা-বাবা তুলে গালি দেয়, তাদের বাবা-মায়েরা জানেন না, তারা এটা করছে। যদি জানত তাহলে তারা এটা করতো না।’ যশ বলে ওঠেন, ‘কোনো মা-বাবা এমন শিক্ষা দিতে পারেন না। যারা এটা করছে, তাদের সাহায্য দরকার। তারা জিম করতে পারে, ওজন তুলতে পারে। ঘাম ঝরবে, ফ্রাসট্রেশন কেটে যাবে।’

নুসরাত আরও বলন, ‘যারা মা তুলে গালি দেয়, তারা ফ্রাস্ট্রেটেড’।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত