Homeবিনোদনসেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফি উন্মোচন, মাঠে নামছেন তারকারা

সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফি উন্মোচন, মাঠে নামছেন তারকারা



সেলিব্রিটি ক্রিকেট প্রতিযোগিতা ‘সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি (সিসিটি) ২০২৫’-এর ট্রফি উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরার একটি অনুষ্ঠানে এই ট্রফি উন্মোচন করেন আয়োজক ও অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা।

আগামী ৫ মে থেকে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে টুর্নামেন্টটি, চলবে ১২ মে পর্যন্ত। মোট সাতটি ম্যাচে অংশ নেবে চারটি দল- টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস ও স্বপ্নধরা স্পারটান্স। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারটি দলের মেন্টর পরিচালক মোস্তফা কামাল রাজ, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু এবং প্রবীর রায় চৌধুরী। তারা তাদের দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মেহজাবীন চৌধুরী, সিয়াম আহমেদ, রোশান, তৌসিফ, নাদিয়া, তাসনিয়া ফারিন, আরেফিন রুমি, রাফসান সাবাব, শ্যামল মাওলাসহ অনেক পরিচিত মুখ।

টুর্নামেন্টের আয়োজক এসএস স্পোর্টস। পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ওয়ালটন কেবল, ওয়ালটন লিফট, আকিজ এয়ার, জেভিকো ইলেকট্রনিক্স ও স্বপ্নধরা এসেট ডেভেলপমেন্টস।

আয়োজকরা জানিয়েছেন, ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সমাজে একতা, স্বাস্থ্য সচেতনতা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত