Homeবিনোদনহেরা ফেরি থ্রিতে থাকছেন না পরেশ রাওয়াল

হেরা ফেরি থ্রিতে থাকছেন না পরেশ রাওয়াল


Ajker Patrika

হেরা ফেরি থ্রিতে থাকছেন না পরেশ রাওয়াল

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৮: ৫৪

Photo

(বাঁ থেকে) পরেশ রাওয়াল, অক্ষয় কুমার ও সুনীল শেঠি। ছবি: সংগৃহীত

পরেশ রাওয়ালই প্রথম জানিয়েছিলেন ‘হেরা ফেরি থ্রি’র পরিকল্পনার কথা। ২০২২ সালে তাঁর ঘোষণা শুনে আশায় বুক বেঁধেছিল দর্শক। কারণ, বলিউডের কমেডি সিনেমার প্রসঙ্গ এলেই প্রথম দিকে থাকে হেরা ফেরির নাম। ২০০০ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা। ২০০৬ সালে আসে সিকুয়েল ‘ফির হেরা ফেরি’। এটিও সাফল্য পায়। তার পর থেকে পরের পর্বের অপেক্ষায় ছিল দর্শক। প্রায় দুই দশক পর তৈরি হচ্ছে হেরা ফেরি থ্রি। এ বছর মহরতও হয়েছে। সেখানে এসেছিলেন হেরা ফেরির তিন কান্ডারি— পরেশ রাওয়াল, অক্ষয় কুমার ও সুনীল শেঠি। এ বছরের শেষ দিকে হেরা ফেরি থ্রির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু হঠাই ছন্দপতন।

বলিউড হাঙ্গামা গতকাল জানিয়েছে, হেরা ফেরি থ্রি থেকে সরে দাঁড়িয়েছেন এর অন্যতম অভিনেতা পরেশ রাওয়াল। সিনেমার গল্প ও চরিত্র নিয়ে নির্মাতা ও তাঁর মধ্যে মতানৈক্য হয়েছে। তাই হেরা ফেরি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ বিষয়ে বলিউড হাঙ্গামা যোগাযোগ করেছিল অভিনেতার সঙ্গে। পরেশ রাওয়াল নিশ্চিত করেছেন, ‘খবরটি সত্য।’

হেরা ফেরির গল্পের বাড়িওয়ালা বাবুরাও গণপতরাও আপ্তে বা বাবু ভাইয়ার চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল। তার দুই ভাড়াটিয়া রাজু ও শ্যামের চরিত্রে অক্ষয় কুমার ও সুনীল শেঠি। তিনজনেরই টাকার খুব দরকার। টাকার সন্ধানে একের পর এক কাণ্ড ঘটাতে থাকে তারা। দমফাটানো হাসির এ গল্পের প্রাণ বলা যায় বাবু ভাইয়া চরিত্রটিকে। এ চরিত্রের নানা সংলাপ ও অভিব্যক্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই মিম পোস্ট হতে দেখা যায়। ফলে হেরা ফেরির তৃতীয় পর্ব তৈরি হচ্ছে, অথচ তাতে পরেশ রাওয়াল থাকছেন না; এ খবর শুনে মন ভেঙে গেছে কোটি দর্শকের।

তবে নির্মাতারা এখনই আশা ছাড়ছেন না। তাঁরা আশা করছেন, সব মতানৈক্য দূর করে আবার হেরা ফেরির সেটে ফিরবেন পরেশ রাওয়াল। হেরা ফেরির তৃতীয় পর্বটি নিয়ে শুরু থেকেই যে কাণ্ড চলছে, তাতে এ আশা অমূলক নয়। কখনো এ সিনেমার পরিচালক বদলেছে, কখনো অভিনেতা। ২০২২ সালে অক্ষয় কুমারও অস্বীকৃতি জানিয়েছিলেন তৃতীয় পর্বে অভিনয় করতে। তিনিও ফিরেছেন। হেরা ফেরির প্রথম পর্বটি পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। দ্বিতীয় পর্বে তিনি ছিলেন না। ১৯ বছর পর ৬৮ বছর বয়সে তৃতীয় পর্ব পরিচালনার জন্য হেরা ফেরির ঘরে ফিরেছেন প্রিয়দর্শন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত