Homeরাজনীতিঅন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি ইনসানিয়াত বিপ্লবের

অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি ইনসানিয়াত বিপ্লবের


দেশে জঙ্গিবাদের প্রাদুর্ভাব ঘটেছে ও জনজীবনে সংকটে পড়েছে; এমন অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগ দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল। শনিবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ এ দাবি জানান দলটির নেতাকর্মীরা। এসময় দলটির কয়েকশো নেতাকর্মী সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ সমাবেশে লিখিত বক্তৃতায় দলটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, দেশে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী-জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক রাজনৈতিক প্রাদুর্ভাব, জনগণের জানমালের নিরাপত্তাহীনতা অসহনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জনজীবনে ব্যাপক সংকটের দায়ে মানবতার রাজনীতি-ভিত্তিক নিবন্ধিত দল ইনসানিয়াত বিপ্লব অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করেছে। একক গোষ্ঠীবাদী রাজনীতি ধর্মবিরোধী ও মানবতা বিধ্বংসী অপরাধ।

যুগ যুগ ধরে মানুষের স্বাধীনতা ও স্বৈরতন্ত্র থেকে মুক্তির জন্য সীমাহীন ত্যাগের বিনিময়ে সক সংগ্রাম, বিপ্লব ও আন্দোলনের ব্যর্থতার কারণ একক ধর্ম, একক জাতিবাদী ও একক গোষ্ঠীবাদী অপরাজনীতি বলে মনে করেন তিনি। বলেন, উপমহাদেশে একক ধর্মের নামে সাম্প্রদায়িক রাজনীতির বিভক্তি কুফল একাধিক রাষ্ট্রের জন্ম দিলেও জীবনের স্বাধীনতা ও মানবতার মুক্তি আসে নাই, যার ফলে সব রাষ্ট্রে মানুষ বারবার মুক্তির আন্দোলন করতে হচ্ছে।

বিগত জুন-জুলাই-আগস্টের ছাত্রজনতার আন্দোলন স্বৈরতন্ত্র থেকে মুক্তিকামী গণতন্ত্রকামী সকল মানুষের আন্দোলন ছিল উল্লেখ করে তিনি বলেন, এ আন্দোলনে বিগত স্বৈরাচারের পতন হলেও জনগণের আন্দোলনের লক্ষ্য ও প্রত্যাশা ছিনতাই হয়ে যাওয়ায় আমরা জনগণ আতঙ্কিত ও হতাশ হয়ে পড়েছি।

ইমাম হায়াত বলেন, অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যর্থ হয়েছে এবং শিল্প কারখানা বিনিয়োগ ব্যবসা-বাণিজ্য জনগণের আয় উপার্জনের পথ অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক ও অর্থনৈতিক সঠিক পথে সব দিকে ফিরে আসার আহ্বান জানান, না হয় পদত্যাগ করে দেশ রক্ষার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন দলটির মহাসচিব শেখ রায়হান রাহবার, দলের নেতা আবু আরেফ সরতাজ, এমদাদুল হক সাইফ, সুফি আহমেদ শাহ ও হাফেজ ইলিয়াস প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত