Homeরাজনীতিজাতীয় পার্টির একাংশদের ঐক্য প্রক্রিয়া শুরু

জাতীয় পার্টির একাংশদের ঐক্য প্রক্রিয়া শুরু


জাতীয় পার্টির (একাংশ) সিনিয়র যুগ্ম মহাসচিব ফকরুল আহসান শাহজাদা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ২৯ সেপ্টেম্বর জাতীয় পার্টি (রওশন) একাংশের সিদ্ধান্ত মোতাবেক ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার (১৪ অক্টোবর) জাতীয় পার্টি (কাজী জাফর) একাংশের চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত আলোচনায় জাতীয় পার্টির সব অংশকে একত্রে ঐক্যবদ্ধ করে একক জাতীয় পার্টি করার বিষয়ে ঐকমত্য হয়।

এ লক্ষ্যে সব অংশের নেতাদের সঙ্গে অনুরূপ আলোচনা করে একত্রিত জাতীয় পার্টি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টি (বেজেপি) চেয়ারম্যান সাবেক এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং জাতীয় পার্টির আরেক অংশ বাংলাদেশ জাতীয় পার্টি (ড. এম এ মতিন) চেয়ারম্যান ড. এম এ মূকিতের সঙ্গে দ্রুত আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচনা সভায় জাতীয় পার্টি (রওশন) কো-চেয়ারম্যান ও দলের মুখপাত্র গোলাম সারোয়ার মিলনকে ঐক্য প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। প্রক্রিয়ার কার্যক্রম পরিচালনা করার জন্য জাতীয় পার্টির (রওশন) সিনিয়র যুগ্ম মহাসচিব ফকরুল আহসান শাহজাদাকে প্রক্রিয়ায় যুক্ত করা হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত